Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

'নারীরা পিছিয়ে নেই'

জানুয়ারি ২৯, ২০১৫, ০৭:০১ এএম


'নারীরা পিছিয়ে নেই'

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'বাংলাদেশের নারীরা পিছিয়ে নেই। শ্রম, মেধা ও দক্ষতার পরিচয় দিয়ে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে তারা। এরই মধ্যে দুঃসাহসী ও চ্যালেঞ্জি কর্মকাণ্ডে সফলতার স্বাক্ষর রেখেছে নারীরা।'
 
বৃহস্পতিবার টাঙ্গাইলের শহীদ সালাউদ্দিন সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথম নারী মিলিটারি প্যারামেডিকস রিক্রুট ব্যাচের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এ কথা বলেন।
 
প্রধানমন্ত্রী বলেন, 'সেনাবাহিনীর মতো চ্যালেঞ্জি পেশায় নারীর অংশগ্রহণ নারীর ক্ষমতায়নে গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।'
 
বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম সেনাবাহিনীতে সৈনিক পদে নারীরা যোগ দিলেন। আজকের আয়োজনে মৌলিক সামরিক প্রশিক্ষণ শেষে ৮৭৯ জন নারী সৈনিক শপথ নিলেন।
 
শপথ নেয়া এই নারী সৈনিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'পেশাগত উৎকর্ষ, ত্যাগের মহান ব্রত নিয়ে মুক্তিযোদ্ধাদের যোগ্য অনুসারী হিসেবে দেশকে গড়ে তুলতে হবে।'