Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

সহিংসতাকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা: আইনমন্ত্রী

জানুয়ারি ২৯, ২০১৫, ০৯:৪২ এএম


সহিংসতাকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা: আইনমন্ত্রী

 

সহিংসতাকারীদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি সারা দেশে সহিংসতায় দগ্ধদের খোঁজ-খবর নিতে গিয়ে বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে এ কথা বলেন তিনি।

তিনি দগ্ধদের দেখতে বার্ন ইউনিয়ে না গিয়ে চিকিৎসদের সঙ্গে কথা বলে তাদের খোঁজ-খবর নেন। ঢামেক হাসপাতাল থেকে চলে যাওয়ার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী।

তিনি বলেন, সহিংসতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। এ সময় সহিংসতা বন্ধে আইনগতভাবে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে- জানতে চাইলে মন্ত্রী বলেন, অপরাধ দমনে আমাদের দেশে অনেক আইন আছে।

দেশের প্রচলিত আইন অনুযায়ী সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, হরতাল-সহিংসতা বন্ধ জনগণের দাবি। জনগণের দাবি মানতে এ সব বন্ধ করুন।