Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

মিরপুরে 'বন্দুকযুদ্ধে' শিবিরকর্মী নিহত

ফেব্রুয়ারি ১, ২০১৫, ০৬:১১ এএম


মিরপুরে 'বন্দুকযুদ্ধে' শিবিরকর্মী নিহত

 

রাজধানী মিরপুরে কথিত বন্দুকযুদ্ধে এক শিবিরকর্মী নিহত হয়েছে। তার নাম এমাদুল্লাহ ।

শনিবার গভীর রাতে মিরপুর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর মডেল থানার ওসি সালাউদ্দিন বলেন, শনিবার গভীর রাতে এমাদুল্লাহকে পেট্রলবোমাসহ আটক করা হয়। পরে তাকে নিয়ে মিরপুরের বিভিন্ন মেসে অভিযান চালানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় বাসে আগুন দেওয়ার জন্য তাদের একটি গ্রুপ মিরপুর বেড়িবাঁধ এলাকায় অবস্থান করছে।

ওসির দাবি, বেড়িবাঁধ এলাকায় যাওয়ার পর ওই গ্রুপটি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তাদের গুলিতে এমাদুল্লাহ নিহত হয়। নিহতের মরদেহ বর্তমানে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপতালের মর্গে রাখা হয়েছে।

মিরপুর থানার ডিউটি অফিসার এসআই বজলার জানান, শনিবার রাতে এমাদুল্লাহকে নিয়ে মিরপুর মডেল থানার এসআই কামাল আসামি ধরতে ও বিস্ফোরক উদ্ধারে যান।

রাত সাড়ে ১১টার দিকে রুপনগর বেড়িবাঁধের এনা প্রপার্টিজের সামনে পৌছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় দুর্বৃত্তদের গুলিতে এমাদুল্লাহর মৃত্যু হয়।