Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

সচিবালয়ের ভেতরে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১, ২০১৫, ০৬:২৭ এএম


সচিবালয়ের ভেতরে ককটেল বিস্ফোরণ

 

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ ও হরতালের মধ্যে সচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
 
রোববার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
 
পুলিশের রমনা জোনের উপকমিশনার (ডিসি) আব্দুল বাতেন জানান, সচিবালয়ের ভেতরে ছোড়া একটি ককটেল বিদ্যুৎ ভবনের পাশে গিয়ে পড়ে। এ ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে সচিবালয়ের ভেতরে গণপূর্ত বিভাগের স্টোর রুমের পাশে খোলা জায়গায় একটি ককটেল বিস্ফোরিত হয়। এর পরপরই বিদ্যুৎ ভবনেও বিস্ফোরণের ঘটনা ঘটে।
 
এদিকে, এ ঘটনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন সচিবালয়ে সাংবাদিকদের জানান, যখন ককটেলটি ছোড়া হয় তখন রহস্যজনকভাবে ওই এলাকায় সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
 
পুলিশ জানায়, বিস্ফোরণের পর ওই এলাকার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।