Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা অনুমোদন

ফেব্রুয়ারি ২, ২০১৫, ০৭:১৩ এএম


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা অনুমোদন

 

জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা, ২০১৫ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। তিনি বলেন, ২০০৯ সালে এ সংক্রান্ত একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছিল। ৬ বছর পর এটি হালনাগাদ করার প্রয়োজন হয়েছে।

নতুন নীতিমালায় তথ্য ও যোগাযোগ খাত পরিচালনার দিক-নির্দেশনা রয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা করে কোন মন্ত্রণালয় কখন কী কাজ করবে তা বলা হয়েছে। নীতিমালায় ১০টি উদ্দেশ্য, ৫৬টি কৌশলগত বিষয়বস্তু ও ৩০৬টি করণীয় বিষয় উল্লেখ করা হয়েছে বলেন মোশাররাফ হোসাইন। তিনি বলেন, সরকারে যারা কাজ করে তাদের জন্য এটি একটি অনুসরণীয় নির্দেশিকা। নাগরিকদের সেবার মান উন্নয়ন এর মূল লক্ষ্য।