Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা আসছেন ইইউ প্রতিনিধিদল

ফেব্রুয়ারি ৩, ২০১৫, ১০:০২ এএম


পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা আসছেন ইইউ প্রতিনিধিদল

 
বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা আসছেন ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধিদল। ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক উপকমিটির এ প্রতিনিধিদল আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের কার্যালয় থেকে এক চিঠিতে এ তথ্য জানানো হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন উপকমিটির ভাইস প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান ডান প্রেডা। সদস্য হিসাবে দলের সঙ্গে আসবেন ইউজেফ ভেইডেনহোলসার ও ক্যারল কারস্কি।

এ ছাড়া ইউরোপীয় পার্লামেন্টের দুজন কর্মকর্তা ও একজন উপদেষ্টাও তাদের সঙ্গে থাকবেন। চিঠিতে জাতীয় সংসদের স্পিকার, পররাষ্ট্র ও আইনমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের বৈঠক আয়োজনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হয়েছে। ১৯ ফেব্রুয়ারি এসব বৈঠকের জন্য সময় চাওয়া হয়েছে।

বিএনপি নেতৃত্বাধীন জোটের লাগাতার অবরোধের মধ্যে নাশকতায় প্রাণহানির মধ্যে এই সফরে আসছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা। সফরে তারা নাগরিক সমাজ ও এনজিও কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। অন্যান্য বিষয়ের মধ্যে প্রস্তাবিত সম্প্রচার নীতি নিয়েও কথা বলবেন তারা।