Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

'৭ দিনের মধ্যে নাশকতা বন্ধ করা হবে'

ফেব্রুয়ারি ৩, ২০১৫, ১১:০৩ এএম


'৭ দিনের মধ্যে নাশকতা বন্ধ করা হবে'

 
রাজধানীতে চলমান নাশকতা আগামী ৭ দিনের মধ্যে বন্ধ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, প্রকাশ্য নাশকতা ঘটতে দেওয়া হবে না।

মঙ্গলবার বেলা ১টায় রাজধানীর গাবতলী বাস টার্মিনালে দেশের উত্তরাঞ্চলের সকল বাস-মালিক সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, নাশকতার ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জিরো টলারেন্সে রয়েছে। নাশতাকারীরা দুই একটা ককটেল, পেট্রোল বোমা মেরে নিরাপত্তা বিঘ্ন ঘটাতে পারবে না।