Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

মেডিকেল কলেজে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ৫ শতাংশই

ফেব্রুয়ারি ১২, ২০১৫, ০২:২৫ পিএম


মেডিকেল কলেজে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ৫ শতাংশই


দেশের সরকারি-বেসরকারি সব মেডিকেল কলেজে এমবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
 
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ বৃহস্পতিবার এ আদেশ দেন।
 
আদালতে মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের পক্ষের আইনজীবী ছিলেন সাবেক বিচারপতি সিকদার মকবুল হক।
 
তিনি সাংবাদিকদের বলেন, 'হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে লিভ টু আপিল (আপিলের অনুমতি) করা হয়। বৃহস্পতিবার শুনানি নিয়ে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। ফলে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ কোটা নির্দিষ্ট থাকবে।'
 
সিকদার মকবুল জানান, মেডিকেল কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ২ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা রেখেছে। কিন্তু তা-ও ভর্তির ক্ষেত্রে সঠিকভাবে মানা হচ্ছে না। তাই মেডিকেলে ভর্তির ক্ষেত্রে কোটার সংখ্যা বাড়াতে হাইকোর্টে একটি রিট করা হয়েছিল। ওই রিটে গত বছরের ৬ মার্চ হাইকোর্ট মেডিকেল কলেজে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণে রায় দিয়েছিল।