Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

ব্লগার অভিজিৎকে কুপিয়ে হত্যা

ফেব্রুয়ারি ২৭, ২০১৫, ০৫:৩১ এএম


ব্লগার অভিজিৎকে কুপিয়ে হত্যা

মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অভিজিৎ রায় ও তার স্ত্রী ব্লগার রাফিদা আহমেদ বন্যাকে কুপিয়ে আহত করে কয়েকজন অজ্ঞাত যুবক।
 
তিনি জানান, উদ্ধার করে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক সোহেল আহমেদ অভিজিৎকে মৃত ঘোষণা করেন।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অজয় রায়ের ছেলে যুুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিৎ রায়কে কে বা কারা হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
 
এবছর লেখক অভিজিৎ রায়ের দুটি বই একুশের মেলায় এসেছে। তার স্বজনেরা অভিযোগ করেছেন- প্রথাবিরোধী লেখার জন্য অভিজিৎ রায়কে হুমকি দেওয়া হচ্ছিল।
 
২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে অস্ত্রধারী যুবকদের হামলার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৎকালীন অধ্যাপক ও লেখক হুমায়ুন আজাদ।