Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

সহকারী জজ নিয়োগ প্রাপ্তদের তালিকা

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২০, ২০২০, ০৭:১২ এএম


সহকারী জজ নিয়োগ প্রাপ্তদের তালিকা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সুপারিশের প্রেক্ষিতে ৯৭ জনকে সহকারী জজ পদে নিয়োগ দিয়েছে সরকার। এই সহকারী জজদের নিয়োগের পর পদায়ন করে রোববার (১৯ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের বিচার বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে। এর আগে গত ১ জুলাই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন এদের নিয়োগের সুপারিশ করে। সেই সুপারিশের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এই নিয়োগ ও পদায়ন করল আইন মন্ত্রণালয়। আদেশ বলা হয়েছে, কমিশনের নির্ধারিত মেধাক্রম অনুসারে জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রেখে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে বাংলাদেশ ‘জুডিশিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬’ এর বেতন স্কেলের ষষ্ঠ গ্রেডে ৩০,৯৩৫-৬৪,৪৩০ বেতনক্রমে এদের সহকারী জজ নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের শিক্ষানবিশ কাল হবে যোগদানের তারিখ থেকে দুই বছর। তবে স্থায়ীকরণের আগে মেয়াদ এক বা একাধিকবার অতিরিক্ত দুই বছর পর্যন্ত বৃদ্ধি করা যাবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত সহকারী জজকে আগামী ২৮ জানুয়ারির মধ্যে পদায়ন করা কর্মস্থলে জেলা ও দায়রা জজের কাছে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত হননি বলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। শিক্ষানবিশ সহকারী জজ হিসেবে চাকরিতে যোগদানের তারিখ হতে তিন মাস সিনিয়র সহকারী জজ আদালতে, সাত দিন জেলা লিগ্যাল এইড অফিসে, ১০ দিন যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে, ২১ দিন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এবং ১০ দিন জেলা ও দায়রা জজ আদালত/কার্যালয়ে সংশ্লিষ্ট জেলা ও দায়রা জজের তত্ত্বাবধানে আদালতের কার্যাবলি পরিচালনা, অফিস ব্যবস্থাপনা এবং সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করবেন। নিয়োগপত্র অনুসারে যোগদানের তারিখ হতে দুই বছরের জন্য শিক্ষানবিশ স্তরে থাকবেন। তবে স্থায়ীকরণের পূর্বে উক্ত মেয়াদ এক বা একাধিকবার অতিরিক্ত দুই বছর পর্যন্ত বৃদ্ধি করা যাবে। তালিকা দেখতে এখানে ক্লিক করুন- আমারসংবাদ/এমএআই