Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

বই বিক্রির টাকা অগ্নিদগ্ধদের দিলেন সেতুমন্ত্রী

মার্চ ৫, ২০১৫, ০৯:১৩ এএম


বই বিক্রির টাকা অগ্নিদগ্ধদের দিলেন সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বই লিখে মেলায় বিক্রিতে যে টাকা পেয়েছেন তা অবরোধ আগুন-বোমায় দগ্ধদের দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে গিয়ে সেখানে চিকিৎসাধীন দগ্ধদের পাঁচ লাখ ৪০ হাজার টাকা দেন মন্ত্রী।


সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা আবু নাসের বলেন, “এবারের বইমেলায় প্রকাশিত দুটি বই ও আগের প্রকাশিত ছয়টি বইয়ের রয়্যালটি এবং এর সঙ্গে ব্যক্তিগত অর্থ মিলিয়ে মোট পাঁচ লাখ ৪০ হাজার টাকা দিয়েছেন মন্ত্রী।”

পেট্রোল বোমায় দগ্ধ হয়ে বার্ন ইউনিটে চিকিৎসাধীন ৫৪ জন রোগীকে এ অর্থ দেওয়া হয় বলে জানান তিনি।

গত দুই মাসের বেশি সময় ধরে বিএনপি-জামায়াত জোটের অবরোধে হাতবোমার বিস্ফোরণ, গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগে এরইমধ্যে ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েকশ মানুষ।

এর আগে ঢাকা মেডিকেলে গিয়ে অবরোধের আগুনে ক্ষতিগ্রস্তদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।