Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

চূড়ান্ত এডিপির আকার ৭৫ হাজার কোটি টাকা

মার্চ ১০, ২০১৫, ০৯:৪৭ এএম


চূড়ান্ত এডিপির আকার ৭৫ হাজার কোটি টাকা

 

প্রায় ৫ হাজার টাকা কমে ২০১৪-১৫ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) আকার ৭৫ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ে সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, সংশোধিত এডিপির আকার নির্ধারণ করা হয়েছে ৭৫ হাজার কোটি টাকা। পরিবহন, বিদ্যুৎ ও শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। পদ্মা সেতু প্রকল্পে ৮ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

২০১৪-১৫ অর্থবছরের শুরুতে মোট এডিপির আকার নির্ধারণ করা হয়েছিল ৮০ হাজার ৩১৪ কোটি ৫২ লাখ টাকা। তবে চলতি অর্থবছরের অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) এসে প্রায় ৫ হাজার টাকা কমিয়ে সংশোধিত এডিপির আকার করা হলো ৭৫ হাজার কোটি টাকা।