Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

আরও ২৩৬ জন ক্ষতিগ্রস্ত পেলেন প্রধানমন্ত্রীর সহায়তা

মার্চ ১২, ২০১৫, ০৮:৩১ এএম


আরও ২৩৬ জন ক্ষতিগ্রস্ত পেলেন প্রধানমন্ত্রীর সহায়তা


২০ দলীয় জোটের হরতাল-অবরোধে ক্ষতিগ্রস্থ আরও ২৩৬ জন ক্ষতিগ্রস্তকে মোট ৫ কোটি ৪২ লাখ ৮ হাজার টাকার সহায়তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্ষতিগ্রস্তদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

 এ সময় নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, পুলিশের আইজি একেএম শহীদুল হকসহ বাস-ট্রাক মালিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

হরতাল-অবরোধের সহিংসতায় নিহত ৪জনের পরিবার এবং পেট্রল বোমাসহ ২০ দলীয় জোটের কর্মসূচির সহিংসতায় আহত ৩৩ জনকে পারিবারিক সঞ্চয়পত্র বাবদ মোট ৩ কোটি ৮৫ লাখ টাকার অনুদান দেয়া হয়।

 পেট্রোল বোমায় নিহত সোহাগের মা দৃষ্টি শক্তিহীন সেলিনা বেগমকে পারিবারিক সঞ্চয়পত্রের পাশাপাশি প্রতি মাসে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫ হাজার টাকা করে মাসোহারা দেয়া হবে।

এছাড়াও হরতাল-অবরোধে ক্ষতিগ্রস্ত ২৭০টি গাড়ির ১৯৯ জন মালিককে ১ কোটি ৫৭ লাখ টাকা ৮ হাজার টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কয়েকটি ধাপে এ পর্যন্ত পেট্রোল বোমাসহ হরতাল-অবরোধের সহিংসতায় নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত গাড়ি মালিকদের সহায়তা বাবদ প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১৪ কোটি ৬২ লাখ ৭৩ হাজার টাকার আর্থিক সহায়তা দেয়া হয়।