Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে কমিশন গঠনের দাবি

মার্চ ১৭, ২০১৫, ০২:৫২ পিএম


বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে কমিশন গঠনের দাবি

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করতে জাতীয় কমিশন গঠনের দাবি জানিয়েছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে এক আলোচনা সভায় মঙ্গলবার দুপুরে এ দাবি জানায় সংগঠনটি।
 
রাজধানীর শান্তিনগরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আমরা মুক্তিযোদ্ধার সন্তানের কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদ হোসেন বলেন, বঙ্গবন্ধু হত্যায় যারা ষড়যন্ত্র করেছে তাদের চেহারা জাতির সামনে এখনো উন্মোচিত হয়নি। ষড়যন্ত্র ও পরিকল্পনাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে।

তারা রাজনৈতিক স্রোতের সাথে মিশে গিয়ে রাজনীতিকে কলুষিত করছে।তিনি বলেন, এরাই পরবর্তীতে ২১ আগস্টের গ্রেনেড হামলাসহ বিভিন্ন জঙ্গি সংগঠনকে মদদ দেয়ার মতো ঘটনা ঘটিয়েছে। দেশে একের পর এক নাশকতা চালিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। এ ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি।

এ লক্ষ্যে একটি জাতীয় কমিশন গঠন করে এর রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করে হত্যাকারীদের মতো তাদেরও বিচারের আওতায় আনতে হবে। এসময় আগস্টের মধ্যে বঙ্গবন্ধু হত্যায় সাজাপ্রাপ্ত খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান তিনি।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ রনি, সভাপতি মন্ডলীর সদস্য ও ঢাকা মহানগর সভাপতি জোবায়দা হক অজন্তা, যুগ্ম-সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম অপু, দফতর সম্পাদক আহমাদ রাসেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু তাহের প্রমুখ।এর আগে সকালে সংগঠনটি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ করে।