Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

ঢাকা-চট্টগ্রাম সিটির নির্বাচন ২৮ এপ্রিল

মার্চ ১৮, ২০১৫, ১০:৩১ এএম


ঢাকা-চট্টগ্রাম সিটির নির্বাচন ২৮ এপ্রিল

 

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের(চসিক) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত তফসিল মোতাবেক আগামী ২৮ এপ্রিল মঙ্গলবার ভোট গ্রহণ করা হবে। মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২৯ মার্চ। ১ ও ২ এপ্রিল বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল।  

বুধবার পৌনে ৪টার দিকে ৩ সিটি নির্বাচনের এ তফসিল ঘোষণা করা হয়।

এর আগে দুপুরের পর কমিশন সভা অনুষ্ঠিত হয়। সিইসি কাজী রকিব উদ্দীন আহমদের সভাপতিত্বে ওই বৈঠকেই তফসিল ঘোষণার চূড়ান্ত সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

 এক যুগেরও বেশি সময় আগে ২০০২ সালের এপ্রিল মাসে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

সে অনুযায়ী ২০০৭ সালের মে মাসে নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হয়। কিন্তু নানা জটিলতায় পুনরায় নির্বাচন করা যায়নি।

এরপর ২০১১ সালে সিটি করপোরেশনকে উত্তর ও দক্ষিণ- এই দুই ভাগে বিভক্ত করা হয়। ২০১২ সালে নির্বাচনের উদ্যোগ নেওয়া হলেও আইনি জটিলতার কারণে আদালতের নির্দেশে তা বন্ধ হয়ে যায়।

শুরু থেকেই প্রশাসক নিয়োগ করে দুই সিটি করপোরেশনের কার্যক্রম চালানো হচ্ছে। অন্যদিকে, চসিক নির্বাচন সর্বশেষ ২০১০ সালের ১৭ জুন অনুষ্ঠিত হয়।