Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

সকলের প্রচেষ্টায় মধ্যম আয়ের দেশ গড়ে তুলতে পারবো

ডিসেম্বর ১৫, ২০১৪, ১০:০০ এএম


সকলের প্রচেষ্টায় মধ্যম আয়ের দেশ গড়ে তুলতে পারবো

  দেশের প্রতিটি মানুষের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে ২০২১ সালের মাধ্যমে দেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন তিনি।

সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, 'দেশের জনগণ আমাদেরই আপনজন। আমরা এই আপনজনের সেবায়ই বদ্ধপরিকর। আপনাদের ও সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের বাংলাদেশ গড়ে তুলতে পারবো।'

তিনি বলেন, 'আওয়ামী লীগ এলে মানুষের জীবন যাপনের মান বাড়ে। আপনাদেরও বাড়ে, এবারও বেড়েছে। আমরা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করছি। ২০২১ সালের মধ্যম আয়ের দেশ গড়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা ছাড়াও আমাদের দেশের জন্য অনেক কাজ করতে হবে।'

নিজের বক্তব্য শেষে জেলা প্রশাসকদের মতামতও মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী।