Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

মধ্য জানুয়ারিতে বসছে সংসদের শীতকালীন অধিবেশন

ডিসেম্বর ২১, ২০১৪, ১২:০৮ পিএম


মধ্য জানুয়ারিতে বসছে সংসদের শীতকালীন অধিবেশন

  আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে বসতে যাচ্ছে দশম সংসদের শীতকালীন অধিবেশন।এই অধিবেশন বসার অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে দশম সংসদের পঞ্চম অধিবেশন শুরু হবে। তবে এখনো তারিখ চূড়ান্ত হয়নি। ১৮ জানুয়ারির আগে যে কোনো দিন অধিবেশন শুরু হতে পারে। অধিবেশন চলতে পারে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত দশম জাতীয় সংসদের ৪টি অধিবেশন শেষ হয়েছে। এরমধ্যে প্রথম অধিবেশন ২৯ জানুয়ারি শুরু হয়ে শেষ হয় ১০ এপ্রিল। প্রথম অধিবেশনের মোট কার্যদিবস ছিল ৩৬টি।

এরপর দ্বিতীয় ও নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হয় ৩ জুন, যা শেষ হয় ৩ জুলাই। মোট ২৩ কার্যদিবসে চলে এ অধিবেশন।

তৃতীয় অধিবেশন শুরু হয় ১ সেপ্টেম্বর। ১৪ কার্যদিবস পরে ১৮ সেপ্টেম্বর অধিবেশন শেষ হয়। আর ২০১৪ সালের শেষ অধিবেশন ১৩ নভেম্বর শুরু হয়ে ৩০ নভেম্বর শেষ হয়, এর মোট কার্যদিবস ছিল মাত্র ১০ দিন।

দশম জাতীয় সংসদের ৮৩ কার্যদিবসে এ পর্যন্ত ১৯টি বিল পাস হয়েছে।