Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ডিসেম্বর ২২, ২০১৪, ১১:১৩ এএম


দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

  যেকোনভাবেই হোক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারও মুখ চেয়ে নয়,অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে ছাড় না দেয়ার নির্দেশ দেন তিনি।

সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক শেষে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে এ নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটি, লালমনিরহাট জেলা উন্নয়ন সমন্বয় কমিটি, রংপুর বিভাগীয় কমিশনার এবং বরিশাল বিভাগীয় কমিশনারের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ক্ষমতায় এলে কিছু লোক জুটে যায়। তারা পারমানেন্ট গভমেন্ট পার্টি করে। তারা  ক্ষমতাসীন দলে আসেই অপরাধ করতে। অপরাধ করে তারা আর দায় আসে সরকারের ওপর।

আইন শৃঙ্খলার উন্নতি ঘটানোর নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমাদের। কোনো ধরনের অপরাধ টলারেন্স করা হবে না।