Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

বৃহস্পতিবার 'বড় দিন'

ডিসেম্বর ২৪, ২০১৪, ০২:৫৪ পিএম


বৃহস্পতিবার 'বড় দিন'

  আগামীকাল বৃহস্পতিবার বিশ্বব্যাপী খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপিত হতে যাচ্ছে।  যিশু খ্রিস্টের জন্মকে স্মরণীয় করে রাখতে ২৫ ডিসেম্বর বিশ্বব্যাপী এই দিনটি পালিত হয়। এদিন খ্রিস্টান পরিবারগুলো একে অপরের কাছে আছে এবং পরস্পরকে উপহার প্রদান করে। বড়দের পাশাপাশি বিশেষ করে শিশুরা দিনটিকে খুব উপভোগ করে। কারণ তারা এদিন প্রচুর উপহার পেয়ে থাকে। দিনটি উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশসহ সারা বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীরা ব্যাপক প্রস্তুতি নিয়ে থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি।


২৫ ডিসেম্বরকে যিশু খ্রিস্টের জন্মদিন হিসেবে উদযাপন করা হলেও এদিন যিশু জন্ম নেননি। আসলে যিশুর জন্ম ঠিক কখন এ ব্যাপারে বাইবেলেও স্পষ্ট করে কিছু বলা হয়নি। ৩৩৬ এডিতে প্রথম ২৫ ডিসেম্বরকে বড়দিন হিসেবে উদযাপন করা হয় বলে রেকর্ড আছে। রোমান সম্রাট কনস্টেনটাইনের সময়ে তা উদযাপিত হয়েছিল। কনস্টেনটাইন-ই ছিলেন প্রথম খ্রিস্টান রোমান সম্রাট। এর কয়েক বছর পর 'পোপ জুলিয়াস প্রথম' ২৫ ডিসেম্বরকেই যিশুর জন্মদিন হিসেবে পালন করা হবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিলেন। এরপর থেকেই বিশ্বব্যাপী খ্রিস্টান ধর্মাবলম্বীরা ২৫ ডিসেম্বরকে যিশুর জন্মদিন হিসেবে উদযাপন করে আসছে।