Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

দেশে শিশু ও নারী মৃত্যুর হার কমেছে, পোলিও মুক্ত হয়েছে

ডিসেম্বর ২৫, ২০১৪, ১২:১৪ পিএম


দেশে শিশু ও নারী মৃত্যুর হার কমেছে, পোলিও মুক্ত হয়েছে

  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যসেবার ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশে শিশু নারী মৃত্যুর হার কমেছে, দেশ পোলিও মুক্ত হয়েছে।

 বৃহস্পতিবার দুপুরে মাগুরায় ২৫০ শয্যা হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সিভিল সার্জন ডা. সুনিল চন্দ্র রায়ের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড. বীরেন শিকদার এমপি, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মোঃ সিরাজুল আকবর এমপি, কামরুল লাইলা জলি এমপি, মাগুরা জেলা পরিষদের প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম ও মাননীয় প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রমুখ।

এদিকে হাসপাতালে মন্ত্রী উপস্থিত হলে স্থানীয় ঔষধ ব্যবসায়ীরা সদর হাসপাতালের ভিতরে ওষুধের দোকানের কারণে তারা ক্ষতিগ্রস্থ হচ্ছেন জানিয়ে এটি উচ্ছেদের দাবী জানালে মন্ত্রী সেখানে থাকা সব অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ওই দোকানের ইজারা বাতিলের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

মন্ত্রী আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার উদ্ভাবিত ১৩ হাজার হেলথ কমিউনিটি ক্লিনিক আজ দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের স্বাস্থ্যসেবার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। বিএনপি ক্ষমতায় গিয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এসব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় যেয়ে পুনরায় তা চালু করেছে। সম্প্রতি দেশে ৬ হাজার নতুন ডাক্তার নিয়োগ দেয়া হয়েছে। দেশের মানুষ আজ অতিসহজেই শিক্ষিত চিকিৎসকের কাছে চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাচ্ছে। স্থানীয় সামর্থবান স্বচ্ছল ব্যক্তিদের অনুদান ও সাহায্যে এলাকাভিত্তিক চিকিৎসা সেবার আরও সুযোগ সুবিধা সম্প্রসারিত হতে পারে। মন্ত্রী মাগুরা নার্সিং ইনিষ্টিউট, মাগুরা মাতৃসদন হাসপাতাল, মাগুরা শিশু ও চক্ষু হাসপাতালের উন্নয়নে অর্থ বরাদ্দসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, গণপূর্ত বিভাগের তত্বাবধানে ২০ কোটি ৯০ লক্ষ ১৫ হাজার টাকা ব্যয়ে মাগুরা সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতের জন্য ৬ তলা ভবন নির্মাণ করা হবে। ২০১৭ সালের জুন মাসের মধ্যে এ ভবন নির্মাণ কাজ শেষ হবে।

পরে স্থানীয় নোমানী ময়দানে মাগুরায় জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা আছাদুজ্জামানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বক্তব্য দেন। জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে এ আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এস এম কামাল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, বাংলাদেশ রেডক্রিসেন্ট চেয়ারম্যান প্রফেসর ডা, এম এস আকবর এমপি, তাহমি গোলন্দাজ এমপি, আনোয়ারুল আবেদিন হক এমপি, শরীফ আহমেদ এমপি, কামরুল লায়লা জলি এমপি, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব সাইফুজ্জামান শিখর প্রমুখ। এর আগে সকালে মাগুরায় পৌঁছে মন্ত্রী মাগুরা পৌর গোরস্থানে আছাদুজ্জামানের কবর জিয়ারত করেন।