Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

কমলাপুরে কাভার্ডভ্যানে ট্রেনের ধাক্কায় নিহত ছয়

ডিসেম্বর ২৯, ২০১৪, ০২:৫৫ পিএম


কমলাপুরে কাভার্ডভ্যানে ট্রেনের ধাক্কায় নিহত ছয়

 কমলাপুরে কন্টেইনার ডিপোতে কাভার্ডভ্যানে ট্রেনের ধাক্কায় ছয় জন নিহত হয়েছেন।

সোমবার বেলা সোয়া ১ টায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ফোন অপারেটর লিয়াকত আলী তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কমলাপুরের কন্টেইনার ডিপোতে থাকা একটি কাভার্ডভ্যানে ট্রেন ধাক্কা দেয়। এতে ছয় জনের মৃত্যু হয়েছে। নিহত সংখ্যা আরো বাড়তে পারে। তবে নিহতদের পরিচয় পায়ো যায়নি।  দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় এবং উদ্ধার তৎপরতা শুরু করে।

দুর্ঘটনার পর রেলমন্ত্রী মুজিবুল হক, মহাপরিচালক মো. তাফাজ্জল হোসেন ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।

  চট্টগ্রাম পোর্ট অথরিটির সিনিয়র অফিসার রমজান আলী জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনটি দুপুর ১টায় নারায়ণগঞ্জ থেকে কমলাপুরে আসছিল। ট্রেনটি শানটিং গেট দিয়ে টার্মিনালে প্রবেশের সময় বিপরীত দিকে আসা এনএস কার্গো কন্টেইনার সিগনাল অমান্য করে ওই গেটে ঢুকে পড়ে।

রেলের অতিরিক্ত মহাপরিচালক আমজাদ হোসেন জানান, ট্রেনটি তার স্বাভাবিক গতিতেই স্টেশনে ঢুকছিল। কিন্তু কাভার্ড ভ্যানটি ট্রেনটির ইঞ্জিনের পরের বগির মাঝখানে আঘাত হানে। এতে বগিটি উল্টে যায়। ট্রেনটি চলমান থাকায় তা প্রায় ৭৫ ফুট সামনের দিকে টেনে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হরতাল থাকার কারণে নারায়ণগঞ্জ থেকে আসা ট্রেনটিতে প্রচুর যাত্রী ছিল। সেই সঙ্গে ইঞ্জিনের চারপাশেও ছিল প্রচুর যাত্রী।

এ ঘটনার পর ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল বন্ধ রয়েছে।