Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

বাবা-মা সন্তানকে স্বাচ্ছন্দে স্কুলে পাঠাতে পারছে: প্রধানমন্ত্রী

ডিসেম্বর ৩০, ২০১৪, ০৯:১০ এএম


বাবা-মা সন্তানকে স্বাচ্ছন্দে স্কুলে পাঠাতে পারছে: প্রধানমন্ত্রী

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগে বাবা-মা টাকা পয়সার সমস্যার জন্য সন্তানকে স্কুলে পাঠাতে পারতো না। এখন আমাদের সরকার বিনামূলে বই বিতরণ করছে। যার কারণে বাবা-মা সন্তানকে স্বাচ্ছন্দে স্কুলে পাঠাতে পারছে।

মঙ্গলবার সকালে গণভবনে বই উৎসব ও ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, দেশের সকল স্কুলগুলোতে সানিটেশন ছিল না। আমরাই সকল স্কুলে শতভাগ সানিটেশন নিশ্চিত করেছি। তিনি আরো বলেন, শিক্ষা, খাদ্য উৎপাদনসহ অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বের কাছে অন্যতম রোল মডেল। আগে শিক্ষা ক্ষেত্রে মেয়েদের অংশ গ্রহণ কম ছিল। যাতে ছেলে ও মেয়ের মধ্যে একটা অসমতা ছিল। বর্তমানে পরিস্থিতি এমন যে যদি শিক্ষায় সমতা আনতে হয় তাহলে ছেলেদের অংশ গ্রহণ বাড়াতে হবে।