Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

দুর্গাপূজার নাটকে মিলি

বিনোদন প্রতিবেদক

সেপ্টেম্বর ১৭, ২০২১, ০৮:২০ পিএম


দুর্গাপূজার নাটকে মিলি

মাঝে কিছুদিন অভিনয়ে বিরতিতে থাকার পর ‘বেহুলা পরম্পরা’ নাটকের মাধ্যমে এ অঙ্গনে ফিরেছেন ফারহানা মিলি। আগামী দুর্গাপূজায় একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য নির্মিত হয়েছে বিশেষ এই নাটকটি। এটি রচনা করেছেন স্বাধীন শাহ এবং পরিচালনা করেছেন বর্ণনাথ। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ‘মনপুরা’খ্যাত নন্দিত অভিনেত্রী ফারহানা মিলি। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

নাটকটির মূল গল্প প্রসঙ্গে পরিচালক বর্ণনাথ বলেন, ‘নারীই আসলে সর্বেসর্বা। অথচ যুগের পর যুগ নারীর প্রতি অবমূল্যায়ন হয়ে যাচ্ছেই। নারীই কিন্তু সমাজ গড়ার প্রধান নিয়ামক হিসেবে কাজ করে। মূলত বেহুলা পরম্পরা নারী জাগরণের একটি গল্প।

এর আগেও নাঈম ভাই ও মিলি আপা আমার নির্দেশনায় কাজ করেছিলেন। দুজনই এই নাটকে এক কথায় অসাধারণ অভিনয় করেছেন।’ নাটকে আরো অভিনয় করেছেন শিল্পী সরকার অপুসহ বেশ ক’জন। এদিকে বর্ণনাথ আগামী পূজাতে প্রচারের উপলক্ষে নির্মাণ করেছেন ‘গৌরী’ নামের আরো একটি নাটক। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজনীন হাসান চুমকি।