Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪,

সাড়া পাচ্ছেন নিশীতা

বিনোদন প্রতিবেদক

সেপ্টেম্বর ২০, ২০২১, ০৭:০৫ পিএম


সাড়া পাচ্ছেন নিশীতা

গেলো জাতীয় শোক দিবসে প্রকাশিত হয়েছে নিশীতা বড়ুয়ার গাওয়া গান ‘রক্তমাখা সিঁড়ি’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গানটি লিখেছেন সুজন কুমার হাজং। গানটির সুর ও সংগীত করেছেন সুমন কল্যাণ।

১৬ আগস্ট ‘সুজন হাজং অফিসিয়াল’ ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন অভিনেত্রী তারিন জাহান। নিশীতা বড়ুয়া বলেন, ‘শুরুতেই বলতে হয় গানটা সুন্দর। সত্যি বলতে কী, পুরো গানটির জন্য আমরা সবাই অনেক কষ্ট করেছি। আমি ছোটবেলা থেকেই দেশের গান গাইতে অনেক বেশি ভালোবাসি।

কারণ, দেশের গান গাইতে গেলে নিজের ভেতর ভীষণ আবেগ কাজ করে। যথারীতি এই গানটি গাইতে গিয়েও নিজের ভেতর অনেক বেশি আবেগ কাজ করেছিলো। ছোটবেলায় আমি দেশাত্মবোধক গানেই প্রথম হয়েছি।

ধর্মীয় গান, ফোক গান— এসব গান আমার কণ্ঠে শুনতেও অনেকের ভালো লাগে। রক্তমাখা সিঁড়ি গানটিও আমি সম্পূর্ণ আবেগ দিয়ে গেয়েছি। তারিন আপু অসাধারণ অভিনয় করেছেন। গানটির জন্য একটু একটু করে বেশ ভালো সাড়া পাচ্ছি।