Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

বাংলাদেশ দলকে উৎসাহ দিতে গান  

বিনোদন প্রতিবেদক

অক্টোবর ১৮, ২০২১, ০৬:৪০ পিএম


বাংলাদেশ দলকে উৎসাহ দিতে গান  

বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিতে তৈরি হয়েছে নতুন একটি গান। এর শিরোনাম ‘চার ছক্কা মারো’। এতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন, দিলশাদ নাহার কণা ও টিনা রাসেল। গানটি লিখেছেন জুলফিকার রাসেল। সুর ও সংগীত করেছেন শওকত আলী ইমন। 

গানের কথাগুলো এমন— ‘দেখার মতো মারো/নিজের খাতায় যোগ করে নাও/দু’চারটে রান আরও/হাত খুলে মারো/চার ছক্কা মারো/মন খুলে মারো/ বাড়বে রান আরও/যেন বাংলাদেশ জেতে আরও।’ রেকর্ডিং শেষে এর মধ্যে গানটির ভিডিও নির্মিত হয়েছে। এতে অংশ নিয়েছেন চার শিল্পী। 

গতকাল রাত থেকে গানটি প্রচার হচ্ছে। পুরো বিশ্বকাপজুড়ে নাগরিক টিভির পর্দায় এটি প্রচারিত হবে। শওকত আলী ইমন বলেন, ‘এ গানটি লিরিক-প্রধান। জুলফিকার রাসেল দুর্দান্ত লিখেছেন। আর আমি ছাড়া যে তিনজন গেয়েছেন, তারাও অসাধারণ শিল্পী। কাজটি দারুণ হয়েছে। আমার বিশ্বাস, এ গানটি বাংলাদেশ ক্রিকেট দল ও ক্রিকেটপ্রেমীদের উৎসাহ জোগাবে।’