Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

অস্কারে যাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’!

অক্টোবর ১৯, ২০২১, ০৯:৫৫ পিএম


অস্কারে যাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’!

আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (অস্কার)। অস্কারের ৯৪তম আসরে বাংলাদেশের হয়ে অংশ নিতে যাচ্ছে লাক্স তারকা আজমেরী হক বাঁধন অভিনীত আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। 

চলতি সপ্তাহেই অস্কার কর্তৃপক্ষের কাছে অনলাইনে সিনেমাটি জমা দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অস্কার সাবমিশন কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল মারুফ। অস্কারে বিদেশি ভাষার সিনেমা ক্যাটেগরিতে অংশ নেয়ার জন্য বাংলাদেশ থেকেও সিনেমা আহ্বান করা হয়। 

এর সর্বশেষ তারিখ ছিল ১৫ অক্টোবর। এ বছর দেশের মাত্র একটি সিনেমা জমা পড়েছিল অস্কার সাবমিশন কমিটির কাছে ‘রেহানা মরিয়ম নূর’। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এটি অস্কারে যাচ্ছে— এমনটা ধরেই নেয়া যায়। বাংলাদেশের অস্কার সাবমিশন কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল মারুফ জানান, ‘নোনা জলের কাব্য’ নামে আরেকটি সিনেমা জমা পড়ার কথা ছিল। তবে তাদের কাগজপত্র প্রস্তুত না থাকায় জমা দেননি। 

ফলে ‘রেহানা’র সামনে কোনো প্রতিদ্বন্দ্বী নেই। সূত্র জানায়, অস্কারে অংশ নিতে হলে সেই সিনেমা অবশ্যই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে হয়। কিন্তু ‘রেহানা মরিয়ম নূর’ এখনো কেবল বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়েছে। অবশ্য এর নির্বাহী প্রযোজক এহসানুল হক জানিয়েছেন, আগামী নভেম্বরেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।