Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

প্রথম মৌলিক গানে মুনা

বিনোদন প্রতিবেদক

জানুয়ারি ৯, ২০২২, ০৭:৪০ পিএম


প্রথম মৌলিক গানে মুনা

সম্প্রতি প্রকাশিত হয়েছে কুমিল্লার মেয়ে মুনা রহমানের প্রথম মৌলিক গান ‘কিছু আবছা হাওয়া প্রহর’। গানটি লিখেছেন শাখাওয়াত হোসেন মারুফ এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন ইউসুফ আহমেদ খান। ইউসুফ আহমেদ খানের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ওয়াই বিটস’-এ গানটি প্রকাশিত হয়েছে। 

মুনা রহমান বলেন, ‘গানের কথা, সুর ও সংগীতায়োজন আমার ভীষণ ভালো লেগেছে। এককথায় অসাধারণ। গানের কথা যেমন, তার সাথে সংগতি রেখেই সুর ও সংগীতায়োজন করা হয়েছে। 

এটি আমার প্রথম মৌলিক গান হিসেবে আমি সন্তুষ্ট। শ্রোতাদের কাছে আহ্বান থাকল গানটি শোনা এবং তাদের অভিমত জানানোর জন্য। সত্যি বলতে কী, স্বপ্ন হলো গানটা করে যেতে চাই।’ 

খুব ছোটবেলায় মুনা কার কাছে গানের তালিম নিয়েছিলেন— সেটা এখন আর মনে নেই। তবে ওয়াজেদুল ফারুকের কাছে ২০ বছর এবং পরবর্তীতে ওস্তাদ ইয়াকুব আলী খানের কাছে ৫ বছর উচ্চাঙ্গসংগীত ও নজরুলসংগীতে তালিম নেন।