Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

মাছ চাষেও সফল জুটি

বিনোদন প্রতিবেদক

জানুয়ারি ৯, ২০২২, ০৭:৪৫ পিএম


মাছ চাষেও সফল জুটি

টাঙ্গাইলে নাঈমের গ্রামের বাড়িতেই বেশিরভাগ সময় কাটান দেশি চলচ্চিত্রের একসময়ের সাড়াজাগানো জুটি নাঈম-শাবনাজ। সেখানে কৃষিকাজে মন দিয়েছেন নায়ক। তাকে নানাভাবে সহযোগিতা করেন শাবনাজ। কখনো ক্ষেতে গিয়ে সবজি ফলানোয় ব্যস্ত নাঈম, আবার কখনো পুকুরের ধারে তিনি পুরোদস্তুর মৎস্যচাষি। 

গতকাল ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেছেন নাঈম-শাবনাজ। সেখানে দেখা যায়, পুকুরে জাল ফেলে মাছ ধরা হয়েছে। মাছগুলোও বেশ বড় আকারের। ওজনে ৫-১০ কেজির মতো হবে। 

নাঈম বলেছেন, ‘আল্লাহ্র রহমতে মাছ চাষে এবারও সফল হব আশা করছি।’ 

উল্লেখ্য, ঢাকাই সিনেমার ৯০ দশকের ব্যাপক জনপ্রিয় জুটি নাঈম ও শাবনাজ। তারা জুটি হয়ে বেশ কয়েকটি সফল সিনেমা উপহার দিয়েছিলেন। এখনো দর্শকের হূদয়ে সেই মুগ্ধতা রয়ে গেছে। 

তাই সিনেমা থেকে দূরে সরে গেলেও সবার মনে তাদের প্রতি ভালোবাসা এখনো সতেজ। বিয়ের পর রুপালি জগৎ থেকে দূরে সরে যান নাঈম ও শাবনাজ। গত দুই দশক ধরেই একান্ত নিজেদের মতো সংসার করছেন। তাদের সুখী দাম্পত্যের চিত্র প্রশান্তি ছড়ায় ভক্তদের মনে। 

একসময়ের ঝলমলে দুনিয়া ছেড়ে এমন সাধারণ জীবন বেছে নেয়ায় নাঈম-শাবনাজের প্রতি মুগ্ধ সাধারণ মানুষ। মাছ চাষের ছবিগুলোর কমেন্ট বক্সেও সেই মুগ্ধতার আঁচ পড়েছে। কেউ লিখেছেন : ‘বাহ্, ভালো লাগল। আমাদের উচিত কৃষিক্ষেত্রে সবাইকে এগিয়ে আসা।’ 

আরেক অনুসারী মন্তব্য করেছেন : ‘একজন সফল অভিনেতা ও একজন সফল উদ্যোক্তা, কর্মসংস্থানকারী। ভালোবাসা, ভালোলাগার মানুষ নাঈম ভাই ও শাবনাজ আপা’। 

এদিকে নাঈম ও শাবনাজ জুটির অভিষেক হয় ১৯৯১ সালের ‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে। এটি পরিচালনা করেছিলেন প্রয়াত এহতেশাম।