Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

ফেনীতে তারার দ্যুতি

বিনোদন প্রতিবেদক

জানুয়ারি ১১, ২০২২, ০৭:৪৫ পিএম


 ফেনীতে তারার দ্যুতি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গত ১০ জানুয়ারি সন্ধ্যায় ফেনী পাইলট স্কুল মাঠে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেয়র স্বপন মিয়াজীর উদ্যোগে ফেনীবাসীকে বিনোদন ও আনন্দ দিতেই ছিল এই আয়োজন। 

নৃত্যপরিচালক ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে ওমর সানী-মৌসুমী ও ফেরদৌস-পূর্ণিমা নিজেদের পারফরম্যান্স দিয়ে দর্শকের মাঝে মুগ্ধতা ছড়ান। অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে ওঠেন ফেরদৌস ও পূর্ণিমা।  দর্শকের মাঝে তখন উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এই নায়ক ও নায়িকার পারফরম্যান্সে মুগ্ধ হন দর্শক। এরপর মঞ্চে ওঠেন ওমর সানী ও প্রিয়দর্শিনী মৌসুমী। 

দুজনের অভিনীত সিনেমার জনপ্রিয় গানগুলোর সাথে পারফর্ম করেন তারা। ওমর সানী বলেন, ‘বেশ কয়েক বছর পর এত এত দর্শকসমাগম দেখতে পেলাম। সত্যিই দর্শকের উচ্ছ্বাস দেখে মুগ্ধ হয়েছি, আবেগাপ্লুত হয়ে পড়েছি। ধন্যবাদ মাননীয় এমপি নিজাম হাজারী এবং অনুষ্ঠানের সফল আয়োজক স্বপন মিয়াজীকে। ধন্যবাদ প্রিয়দর্শিনী মৌসুমীকে, ধন্যবাদ ছোট ভাই ফেরদৌসকে এবং ধন্যবাদ কিউটি লেডি-অনেকের ক্র্যাশ পূর্ণিমাকে।’ 

মৌসুমী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই আয়োজন ছিল সত্যিই অসাধারণ। অনেক দিন পর এমন একটি জমকালো অনুষ্ঠানে আমরা একত্রে পারফর্ম করেছি। সুন্দরভাবে দিনটি উদ্যাপন করতে পেরেছি— এটাই অনেক ভালো লাগা।’ 

ফেরদৌস বলেন, ‘অনেক দিন পর এক মঞ্চে আমরাসহ আরো ছিলেন জেমস ভাই, হাসান ভাই, ব্যাচেলর পয়েন্টের কয়েকজন অভিনেতা। সত্যিই স্বপন মিয়াজী ভাইয়ের আন্তরিকতা ও সাহসিকতায় এমন একটি অনুষ্ঠান করা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে। মাননীয় এমপি নিজাম হাজারী ভাইকেও ধন্যবাদ।’

পূর্ণিমা বলেন, ‘এক কথায় সব মিলে এত দর্শকের উপস্থিতি এবং আমাদের পারফরম্যান্সের কারণে তাদের মাঝে মুগ্ধতা দেখে সত্যিই মনটা ভরে  গেছে।’