Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

অস্কারের নতুন উপস্থাপক সেলেনা

জানুয়ারি ১৬, ২০২২, ০৮:৪০ পিএম


অস্কারের নতুন উপস্থাপক সেলেনা

গত তিন বছর অস্কারের অনুষ্ঠানে কোনো উপস্থাপক ছিল না। তবে কদিন আগেই জানা গেছে,  চলতি বছরের অস্কারে উপস্থাপক থাকছে। এর পরই উপস্থাপক কে হতে যাচ্ছেন— তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। 

ভ্যারাইটির সূত্রে জানা গেছে, মার্কিন গায়িকা সেলেনা গোমেজ উপস্থাপনা করতে পারেন এবারের অস্কার। সঙ্গে থাকবেন তার ‘ওনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’ ছবির সহশিল্পী স্টিভ মার্টিন এবং মার্টিন শর্ট। 

বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, সেলেনা ছাড়াও টম হল্যান্ডের নাম। এবিসি এন্টারটেইনমেন্ট ও হুলু অরিজিনালের প্রেসিডেন্ট ক্রেইগ এরউইচ জানিয়েছেন, শিগগিরই উপস্থাপকের বিষয়ে বিস্তারিত জানাবেন তিনি।  

এর আগে ২০১৭ ও ২০১৮ সালে অস্কারে উপস্থাপনার দায়িত্ব পেয়েছিলেন জিমি কিমেল। তার উপস্থাপনা প্রশংসিত হয়েছে। তবে এরপর টানা তিন বছর অস্কারে কোনো উপস্থাপক রাখা হয়নি। আগামী ৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে অস্কারের চূড়ান্ত মনোনয়নের তালিকা। 

২৭ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের এবারের আসর।