Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

চিরঞ্জীব মুজিবে আলোচিত স্মরণ 

বিনোদন প্রতিবেদক 

জানুয়ারি ২৪, ২০২২, ০৮:১৫ পিএম


চিরঞ্জীব মুজিবে আলোচিত স্মরণ 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘চিরঞ্জীব মুজিব’। এটি নির্মাণ করেছেন নজরুল ইসলাম। সিনেমাটি সারা দেশের মাত্র একটি সিনেমা হলে  মুক্তি পেয়েছে। 

এতে সাব-জেলার চরিত্রে অভিনয় করেছেন স্মরণ সাহা। সিনেমাটিতে অভিনয়ের জন্য দারুণ সাড়া পাচ্ছেন তিনি। বঙ্গবন্ধুর প্রতি অসীম শ্রদ্ধা, ভালোবাসার কারণেই তিনি সুযোগও পেয়েছেন ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমায় কাজ করার। 

স্মরণ সাহা বলেন, ‘আমার দীর্ঘদিনের স্বপ্ন সাভারে আধুনিক মিলনায়তন হোক। যদিও এরই মধ্যে জায়গা পাবার পর রাতের আঁধারে কারো যেন সেই স্বপ্ন ভেঙে দেয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি এ ব্যাপারে। সে সাথে অভিনয় শিল্পী সংঘের সব সদস্যদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাকে যেন তারা এবার তাদের পক্ষ থেকে একটি ভোট দিয়ে নির্বাচিত করেন।

আর এক জীবনে বহু জীবনের স্বাদ পাবার জন্যই আমি অভিনয় করি। যতদিন বাঁচব, অভিনয় করে যাব।’ স্মরণ সাহা ১৯৮৬ সালে প্রথম মঞ্চে ‘অবাক জলপান’ নাটকে অভিনয় করেন। তার অভিনীত প্রথম টিভি নাটক ‘সময়ের অতিথি’।