Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

সিনেমায় নতুন জুটি

বিনোদন প্রতিবেদক

জানুয়ারি ২৫, ২০২২, ০৮:০০ পিএম


সিনেমায় নতুন জুটি

প্রথমবারের মতো কোনো সিনেমায় জুটি হয়ে অভিনয় করলেন শাহেদ শরীফ খান ও চিত্রনায়িকা শিরীন শিলা। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত ‘বীরাঙ্গনা ৭১’ শিরোনামের ছবিতে তাদের রসায়ন উপভোগ করতে পারবেন দর্শক। এটি পরিচালনা করছেন এম সাখাওয়াৎ হোসেন। 
সিনেমার সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক নিজেই। রাজধানীর অদূরে পুবাইলের একটি হাউসে চলচ্চিত্রটির দ্বিতীয় লটের শুটিং চলছে। ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন শাহেদ শরীফ খান। 

এতে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘বীরাঙ্গনা ৭১ চলচ্চিত্রের খুব গুরুত্বপূর্ণ এবং অসাধারণ একটি চরিত্র মোহন। আমি ভীষণ আনন্দিত এত চমৎকার একটি চরিত্রে কাজ করে। এম সাখাওয়াত হোসেন ভাইয়ের সঙ্গে এর আগেও আমার কাজ করা হয়েছে। তিনি ভীষণ যত্ন নিয়ে কাজ করেন। বীরাঙ্গনা ৭১ চলচ্চিত্রটিও ভীষণ যত্ন নিয়ে নির্মাণ করার চেষ্টা করেছেন। আমার সহশিল্পী হিসেবে কাজ করছে শিরীন শিলা। নিঃসন্দেহে শিলা খুব ভালো এক অভিনেত্রী। তার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লাগছে। আমার মনে হয় সিনেমার পর্দায় আমাদের রসায়ন দর্শকেরও ভালো লাগবে।’ 

শিরীন শিলা বলেন, ‘আমার অভিনয় জীবনে এবারই প্রথম মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে অভিনয় করা। বীরাঙ্গনার জয়বুন চরিত্রে আমি অভিনয় করছি। যেহেতু এটি মুক্তিযুদ্ধের চলচ্চিত্র। তাই চলচ্চিত্রটিকে ঘিরে আমার নিজের মাঝেই ভীষণ উচ্ছ্বাস কাজ করছে। অনেক সতর্ক থেকে অভিনয় করছি, নিজের চরিত্রটি যথাযথভাবেই ফুটিয়ে তোলার চেষ্টা করছি। পরিচালক যেমন সহযোগিতা করছেন আমার সহশিল্পী অনেক গুণী অভিনেতা প্রিয় শাহেদ শরীফ খান ভাইও ভীষণ সহযোগিতা করছেন। আমি ভীষণ আশাবাদী এ সিনেমাটি নিয়ে।’