Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

ব্রাহ্মণবাড়িয়ায় জয়ন্তিকা এক্সপ্রেস লাইনচ্যুত

জানুয়ারি ২৫, ২০১৫, ১০:৩৩ এএম


ব্রাহ্মণবাড়িয়ায় জয়ন্তিকা এক্সপ্রেস লাইনচ্যুত

 

ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেলওয়ে স্টেশনের কাছে সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে।

বেলা ২টা ১০ মিনিটে  ট্রেনটির পাঁচটি বগির চাকা  লাইন থেকে সরে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

তবে এটি নাশকতা না অন্য কোনো ঘটনা তা তাৎক্ষনিকভাবে নিশ্চিত করে পারেন নি সংশ্লিষ্ট কেউ। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এদিকে দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-ঢাকা ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বেলা পোনে তিনটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকারি ট্রেন নিয়ে আখাউড়া থেকে একটি দল ঘটনাস্থলের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ঘটনাস্থলের দিকে যাচ্ছে রেলওয়ে থানা পুলিশও।

ট্রেন যাত্রী হবিগঞ্জের মনতলার ধর্মপুর গ্রামের রুবেল জানান, ট্রেন পাঘাচং স্টেশনের কাছে এসে ঝাঁকুনি খেয়ে থেমে যায়। পরে তারা নেমে দেখেন ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আখাউড়া রেলওয়ে জংশন কেবিনের মাস্টার মো. জসিম উদ্দিন ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা সোয়া দুইটার দিকে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটির পাঁচটি বগির চাকা লাইন থেকে সরে গেছে।

আখাউড়ার লোকেশেড ইনচার্জ মো. মহসীন উদ্দিন ভূঁইয়া জানান, দুর্ঘটনার সংবাদ তাঁরা পেয়েছে। কিছু সময়ের মধ্যেই উদ্ধারকারি ট্রেন নিয়ে তাঁরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হবেন। আপাতত আপ লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ আছে।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার  ইনচার্জ (ওসি) মো. ইয়াছিন ফারুক মজুমদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। তবে কিভাবে এ দুর্ঘটনা ঘটেছে সে বিষয়টি এখনও নিশ্চত হওয়া যাচ্ছে না।