Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

ময়মনসিংহে ফায়ার সার্ভিসের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

ফেব্রুয়ারি ৩, ২০১৫, ০৫:৪২ এএম


ময়মনসিংহে ফায়ার সার্ভিসের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

 
ময়মনসিংহের মুক্তাগাছায় পুলিশ ফাড়ি সংলগ্ন ফায়ার সার্ভিস কার্যালয়ে ঢুকে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটানো হয়।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ দল ফায়ার সার্ভিস কার্যালয়ে ঢুকে পড়ে । দুর্বৃত্তরা ফায়ার সার্ভিসের কার্যালয়ে পার্কিংরত একটি গাড়িতে (ঢাকা মেট্রো-শ-১৪-০১৭৫) পেট্রোল বোমা নিক্ষেপ করে । এতে গাড়ির একাংশ এবং কার্যালয়ে দেয়াল পুড়ে যায় ।

এ সময় ফায়ার সার্ভিসের কর্মী মিজানুর রহমান ও ওমর আলী ঘটনাস্থলে এলে দুষ্কৃতিকারীরা তাদেরকে অস্ত্রের মুখে তাড়া করে। প্রাণভয়ে পালাতে গিয়ে ফায়ার সার্ভিসের ঐ দুজন আঘাতপ্রাপ্ত হন।

পরে দুর্বৃত্তরা ফায়ার সার্ভিস কার্যলয়ের উল্টোপাশে পৌর বাস টার্মিনালে পার্কিংরত 'পার্থ এক্সপ্রেস' নামের একটি বাসের (নং ঢাকা মেট্রো ব-১১-৫৩০৩) ভেতর ঢুকে পড়ে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে বাসের সিট পুড়ে যায় ও চারপাশের গ্লাস ভেঙ্গে যায়।

মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।