Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

চট্টগ্রামে ১৫ লাখ পিস ইয়াবা উদ্ধার

ফেব্রুয়ারি ৫, ২০১৫, ০৫:১৫ এএম


চট্টগ্রামে ১৫ লাখ পিস ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম বন্দর থেকে ১৫ লাখ পিস ইয়াবা আটক করেছে নৌ বাহিনী। সংশ্লিষ্টরা বলছেন, এটাই দেশের ইতিহাসে আটক করা ইয়াবার সবচেয়ে বড় চালান।
 
বুধবার গভীর রাতে নৌ বাহিনীর এন্টি স্মাগলিং ইউনিট বহির্নোঙ্গরে একটি মাছ ধরার নৌকা থেকে এসব ইয়াবা আটক করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
 
নৌ বাহিনীর মিডিয়া উইংয়ের কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, বুধবার রাতে নিয়মিত টহলে ছিলেন এন্টি স্মাগলিং ইউনিট দলের সদস্যরা। এফবি রাজিব নামে ইঞ্জিনচালিত একটি মাছ ধরার নৌকাকে সন্দেহ হওয়ায় থামার নির্দেশ দেন তারা। এ সময় নৌকার লোকজন দ্রুত তীরে ভিড়িয়ে নৌকা ফেলে পালিয়ে যায়। নৌ বাহিনীর সদস্যরা নৌকা তল্লাশি করে বিশেষ কায়দায় প্যাকেটভর্তি ১৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করে।
 
নৌ কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৮৩ কোটি টাকা। এই বিপুল পরিমান ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।