Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

ব্রাহ্মণবাড়িয়ায় চট্টলা ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত

ফেব্রুয়ারি ১৩, ২০১৫, ০১:১০ পিএম


ব্রাহ্মণবাড়িয়ায় চট্টলা ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত

 

ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন ও দু’টি বগি লাইনচ্যুত হয়েছে।তবে, এতে কেউ হতাহত হয়নি।
দুর্ঘটনার দরুন চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালী থেকে ঢাকাগামী (আপ লাইন) সব ধরনের ট্রেন চলাচল তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়।

 শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ২/৩শ’ গজ দূরে পুনিয়াউট রেলগেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে, দুর্ঘটনার কারণ তাৎক্ষণিক জানা যায়নি। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে স্টপেজ দিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনটি ঢাকার উদ্দেশে পুনরায় যাত্রা শুরু করে। এর কিছুক্ষণ পর স্টেশন এলাকার ২/৩শ’ গজ দূরে টেনের ইঞ্জিন ও এর সংলগ্ন দু’টি বগির কয়েকটি চাকা লাইনচ্যুত হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মহিদুর রহমান বিকেল ৫টা ৪০ মিনিটে সাংবাদিকদের জানান, এ দুর্ঘটনার পর আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে, লাইন ক্লিয়ারের কাজ চলছে।

তিনি আরও জানান, সে সময়ে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের অদূরে আটকে ছিল।

ক্ষণিকভাবে দুর্ঘটনার ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি জানান, দুর্ঘটনায় ট্রেনের বগিগুলো সামান্য হেলে রয়েছে। তবে, এতে কেউ হতাহত হয়নি।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়।

এছাড়া, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানান স্টেশন মাস্টার।