Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

রাজশাহীতে 'বন্দুকযুদ্ধে' শিবির 'ক্যাডার আহত

ফেব্রুয়ারি ১৮, ২০১৫, ১০:০৩ এএম


রাজশাহীতে 'বন্দুকযুদ্ধে' শিবির 'ক্যাডার আহত


রাজশাহীতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ইসলামী ছাত্রশিবিরের এক 'দুর্ধর্ষ ক্যাডার' আহত হয়েছেন।
 
তার নাম জনি ইসলাম (২০)। সে বিনোদপুর এলাকার রফিকুল ইসলাম দুলালের ছেলে এবং স্থানীয় ইসলামীয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
 
মঙ্গলবার রাত ২টার দিকে রাজপাড়া থানার তেরোখাদিয়া এলাকার ডাবতলায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
 
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, 'মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিনোদপুর বাজারে মহানগরীর ৩০ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মেহেদী হাসান ইয়ামিন (২৬) ও ছাত্রলীগকর্মী ইশতিয়াক হোসন ইশারের (২৪) পায়ের রগ কেটে দেয় শিবির ক্যাডাররা।

এরপর ওই এলাকায় অভিযান চালিয়ে জনি ইসলামকে রাত ১১টার দিকে গ্রেফতার করা হয়। রাত ২টার দিকে ডাবতলায় অভিযানে গেলে জনির সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ৮টি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়।

এসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে বাম পায়ের হাটুর নিচে গুলিবিদ্ধ হয় জনি। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।'
 
ইফতেখায়ের আলমের দাবি, জনি ছাত্রশিবিরের দুর্ধর্ষ ক্যাডার এবং তার নেতৃত্বেই বড় বড় হামলা ও নাশকতার ঘটনা ঘটে।