Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল

ডিসেম্বর ৮, ২০১৪, ০৮:২৫ এএম


পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল

  সর্বনিম্ন ১৮ হাজার টাকা মূল বেতনে ১ অনুপাত ৫ হারে পে-স্কেল বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে সরকারি কর্মচারীরা।

সোমবার বেলা ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে নগরীর জামাল খান থেকে বিক্ষোভ মিছিল করে তারা। মিছিলটি চেরাগি পাহাড় গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সরকারি কর্মচারী (তৃতীয় ও চতুর্থ শ্রেণি) সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

পরিষদের সভাপতি মো.শহিদ উদ্দিন কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তরা পরিষদের পাঁচ দফা দাবি আগামী পহেলা জুলাই থেকে কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানান।

বাকি চার দফা দাবি হলো-১০টি গ্রেডে বেতন নির্ধাণ, স্থায়ী পে এন্ড সার্ভিস কমিশন গঠন, সচিবালয় কর্মচারীদের ন্যায় অধিদফতর, পরিদফতর, প্রতিষ্ঠান দফতরে কর্মরত সকল কর্মচারীদের পদ পদবী আপগ্রেড করা।

সমাবেশে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মোবাশ্বের হোসেন সেলিম, যুগ্ম সম্পাদক ইয়াছিন আরাফাত বিটু, এস এম হেলাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।