Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন 'বনদস্যু' নিহত

ফেব্রুয়ারি ২৬, ২০১৫, ০৬:২৯ এএম


সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন 'বনদস্যু' নিহত

 

বাগেরহাটের পূর্ব সুন্দরবনে র‌্যাব-৮ এর সদস্যদের সাথে কথিত বন্দুকযুদ্ধে তিন 'বনদস্যু' নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে দু’জনের নাম জানা গেছে। এরা হলেন, সোহেল (২৫) ও সাদ্দাম (২৭)।

বৃহস্পতিবার সকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কাতলার খাল এলাকায় এই 'বন্দুকযুদ্ধে'র ঘটনা ঘটে।

র‌্যাব জানিয়েছে, নিহতরা কথিত বনদস্যু ‘সাগর-সৈকত’ বাহিনীর সদস্য।

র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম জানান, শরণখোলা রেঞ্জের কাতলার খাল এলাকায় বনদস্যু সাগর-সৈকত বাহিনী আস্তানা গেড়েছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর আদনান কবিরের নেতৃত্বে একটি দল কয়েকটি দলে ভাগ হয়ে বৃহস্পতিবার ভোরে ঐ এলাকায় পৌঁছান।

সকাল সাতটার দিকে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দস্যুরা বনের ভেতর থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। আধাঘন্টা ধরে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে দস্যুরা পিছু হটলে র‌্যাব সদস্যরা বনের ঐ এলাকা তল্লাশি করে তিনটি মৃতদেহ ও আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে। পরে স্থানীয় জেলেরা নিহতদের মধ্যে সোহেল ও সাদ্দামকে সনাক্ত করে।

তিনি জানান, উদ্ধারকৃত লাশ ও আগ্নেয়াস্ত্র বাগেরহাটের শরণখোলা থানার উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে। র‌্যাব সেখানে এই ঘটনায় মামলা করবে এবং লাশসহ অন্যান্য সামগ্রী হস্তান্তর করবে।