Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

কুষ্টিয়ায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫

ফেব্রুয়ারি ২৮, ২০১৫, ০৬:১৩ এএম


কুষ্টিয়ায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫

  কুষ্টিয়ার খোকসায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় প্রতিপক্ষের বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

শনিবার সকাল ৯টায় উপজেলার ২ নং ওয়ার্ডের পাতেলডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কমিশনার আমানুর রহমান ও ফজলু রহমানের লোকজনের মধ্যে কথা কাটা-কাটি হয়। তর্ক-বির্তকের এক পর্যায়ে সন্ধ্যায় উভয়ই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে ওয়ার্ড কমিশনার আমানুর রহমানের লোকজন আহত হয়।
এ ঘটনায় শনিবার (আজ) সকালে আমানুর রহমানের লোকজন প্রতিপক্ষ ফজলু রহমানের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়।
এ সময় ফজলুর বৃদ্ধ বাবা আক্কাস আলী(৭০), স্ত্রী মুক্তা পারভিন(৩০), ভাই মিজানুর রহমান(২৫)সহ অন্তত ৫জন আহত হয়। আহতদেরকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এ এলাকায় উত্তেজনা বিরাজ করছে।