Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

কুষ্টিয়ায় লালন স্বরণোৎসবের উদ্বোধন

মার্চ ৫, ২০১৫, ০৬:৩০ এএম


কুষ্টিয়ায় লালন স্বরণোৎসবের  উদ্বোধন

 

কুষ্টিয়ায় ৫দিন ব্যাপী লালন স্বরণোৎসবের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার রাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউরিয়ার মরা  কালি নদীর পারে লালন একাডেমী আয়োজিত সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগীতায় ৫দিন ব্যাপী লালন স্বরণোৎসব (দোল অনুষ্ঠান) এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন খুলনা বিভাগীয়  কমিশনার আব্দুস সামাদ।

লালন একাডেমীর সভাপতি কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত লালন স্বরণোৎসব উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর বিজিবি’র বিগ্রেঃ জেনারেল দেওয়ান মোঃ শহীদুল ইসলাম, কুষ্টিয়ার পুলিশ সুপার  প্রলয় সিচিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ মুজিব-উল  ফেরদৌস। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা আইডিয়াল কলেজের বাংলা বিভাগের অধ্যাপক রবীন্দ্রনাথ  বিশ্বাস,লালন মাজারের প্রধান খাদেম মোহাম্মদ আলী।

লালনের জীবনীর উপর আলোচনা শেষে লালন একাডেমীর শিল্পীরা লালন সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানটি চলে গভীর রাত পর্যন্ত।
আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে লালন স্বরণোৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠান।