Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১ জন নিহত

মার্চ ১২, ২০১৫, ০৫:২৬ এএম


খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১ জন নিহত

 

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের হংসরাজের চরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। তাঁর নাম হাসান আলী। পুলিশের দাবি, তিনি বনদস্যু রাঙ্গা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, পুলিশের বিশেষ অভিযানে গতকাল বুধবার রাতে সাতক্ষীরা জেলার শ্যামনগরের গাবুরা থেকে বনদস্যু হাসান আলী সানাকে আটক করা হয়।

রাত ৩টার দিকে তাঁকে নিয়ে অস্ত্র উদ্ধারের লক্ষ্যে সুন্দরবনের হংসরাজের চরে যায় আইন-শৃঙ্খলা বাহিনী। সেখানে ওত পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়। এতে সানা নিহত হন।


 ঘটনাস্থল থেকে একটি বিদেশি বন্দুক, তিনটি পাইপগান, ১০ রাউন্ড গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি হরেন্দ্রনাথ।

ওসি বলেন, নিহত সানার বাড়ি কয়রা উপজেলায়। তাঁর নামে খুলনার তিনটি থানায় পাঁচটি মামলা রয়েছে। তাঁর মরদেহ বর্তমানে কয়রা থানায় রয়েছে। ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে।