Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

চট্টগ্রামে ইপিজেডে আগুন

মার্চ ১৭, ২০১৫, ০৯:০১ এএম


চট্টগ্রামে ইপিজেডে আগুন

 

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) আগুন লেগে পুড়েছে পাঁচটি আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মালামাল। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের বিভাগীয় সহকারী পরিচালক ইয়াহিয়া আক্তার জানান, মঙ্গলবার বেলা ১১টা ৩৫ মিনিটে একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে আগুন লাগে।

পরে তা পুরো কুরিয়ার জোনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১১টি গাড়ি প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বেলা ১টার পর আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

সিইপিজেডের মূল ফটকের ঠিক সামনেই পুরনো বেপজা অফিসের বর্গাকৃতি একতলা টিনশেড ভবন। আন্তর্জাতিক বিভিন্ন কুরিয়ার প্রতিষ্ঠানের কার্যালয় থাকায় ভবনটিকে বলা হয় কুরিয়ার জোন।

ভবনের সামনের অংশে আরামেক্স, ইউপিএস, ফেডেক্স, ডিএইচএল ও টিএনটির কার্যালয়। এসব প্রতিষ্ঠানের বেশ কিছু মালামাল ও আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। ভবনের পেছনের অংশে বেপজার ডরমেটরিও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হননি বলে ইপিজেড থানার ওসি আবুল মনছুর জানিয়েছেন।

শিল্প পুলিশের অতিরিক্ত সুপার তোফায়েল আহমেদ জানান, সরকারি ছুটির দিন হওয়ায় ওই ভবনের পাশে আবর্জনা পোড়ানো হচ্ছিল। কিন্তু সেই আগুন বৈদ্যুতিক তারে লেগে কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।