Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

মার্চ ২৩, ২০১৫, ০৫:৪৫ এএম


বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে বিএসএফের গুলিতে তরিকুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত তরিকুল ইসলাম একই উপজেলার পাঁকা ইউনিয়নের জামাইপাড়া ওয়াহেদপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আবু জাফর শেখ মোহাম্মদ বজলুল হক জানান, জামাইপাড়া ওয়াহেদপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে তরিকুল ইসলামসহ পাঁচজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৬/৪-এস এর নিকট দিয়ে বাংলাদেশি গরু আনার জন্য রোববার রাত ১টার দিকে ওয়াহেদপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে।

 এ সময় ভারতের চাঁদনীচক বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তরিকুল ইসলাম গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে আসেন। তবে রাত আড়াইটার দিকে বাড়িতে পৌঁছানোর পর মারা যান তিনি। এ ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদ ও কম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলে জানান তিনি।