Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

নারায়ণগঞ্জে পুণ্যস্নানে পদদলিত হয়ে ১০ জন নিহত

মার্চ ২৭, ২০১৫, ০৫:০৫ এএম


নারায়ণগঞ্জে পুণ্যস্নানে পদদলিত হয়ে ১০ জন নিহত

 

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে মহাষ্টমীতে পুণ্যস্নানে পদদলিত হয়ে ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ জাকারিয়া জানান, নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ ও সাতজন নারী। নিহতদের পরিচয় জানা যায়নি।

তিনি জানান, শুক্রবার ভোর ৫টা ৪৮ মিনিটে মহাষ্টমী স্নান শুরু হওয়ার পর ভিড়ে পদদলিত হয়ে হতাহতের এ ঘটনা ঘটে।
 
এ ঘটনার পর থেকে পুণ্যার্থীদের নদী তীরে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

প্রতিবছরের মতো এবারও শুক্রবার ভোর থেকে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র অষ্টমীস্নান শুরু হয়েছে। ব্রহ্মপুত্র নদে হাজারো পূণ্যার্থীর এ স্নান চলবে শনিবার ভোর পর্যন্ত।

পূণ্যস্নান উপলক্ষে বৃহস্পতিবার থেকেই বন্দর থান‍ার লাঙ্গলবন্দে হাজার হাজার পূণ্যার্থীর ঢল নামে। নিজেদের পাপ মোচনের জন্য প্রার্থনায় বিদেশ থেকেও অনেকে এসেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।