Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

ট্রাক চাপায় যবিপ্রবির ছাত্রসহ নিহত ৩

ডিসেম্বর ১২, ২০১৪, ০৬:৩৮ এএম


ট্রাক চাপায় যবিপ্রবির ছাত্রসহ নিহত ৩

   যশোর-চৌগাছা সড়কের পুলতাডাঙা এলাকায় ট্রাকের চাপায় করিমনের (ইঞ্জিনচালিত ছোট গাড়ি) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক ছাত্রসহ ৩ যাত্রী নিহত ও ১০ জন আহত হয়েছেন।

নিহতর‍া হলেন, টাঙ্গাইলের বাসিন্দা যবিপ্রবির ছাত্র আবু হানিফ (২৫), চৌগাছার চাঁন ধাপরা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী খাদিজা বেগম (৫০) এবং  একই গ্রামের রুহুল আমিনের ছেলে আনিসুর রহমান (২২)।


শুক্রবার বেলা সাড়ে ১১টায় যশোরের চৌগাছা উপজেলার পুলতাডাঙায় এ দুর্ঘটনা ঘটে।


আহতদের মধ্যে তামান্না, যবিপ্রবির কর্মচারী বীথি (২৮), চৌগাছার দুর্গাপুর গ্রামের তাহাজ্জেলের স্ত্রী স্বপ্না (২৪) ও তাদের মেয়ে রত্না এবং একই গ্রামের জাহাতাবের স্ত্রী খাদিজা (৩৫) ও তাদের মেয়ে বৃষ্টির নাম জানা গেছে। তাদের যশোরের আড়াইশ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ মোসাদ্দেক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে চৌগাছার ষোলুয়া বাজার থেকে যাত্রী নিয়ে যশোরে যাচ্ছিল করিমনটি। পথে পুলতাডাঙায় চ‍ুরামণকাঠি থেকে আসা বিপরীতমুখী একটি ট্রাক করিমনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত ও অন্তত ১০ জন আহত হয়।

তিনি আরো জানান, মৃতদেহ ঘটনাস্থলে রয়েছে এবং পুলিশ সেখানে রয়েছে।