Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

বাসচাপায় ছাত্র সমাজ নেতা নিহত

ডিসেম্বর ১৩, ২০১৪, ০৭:০৭ এএম


বাসচাপায় ছাত্র সমাজ নেতা নিহত


  ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার গাঁও রামগোপাল এলাকায় বাসচাপায়  এক ছাত্র সমাজ নেতা নিহত হয়েছেন। তার নাম মো. ইফতখারুল আলম রূপন (২৮)। এ ঘটনায় তাঁর বন্ধু আতিকুর রহমান সুজন (২৫) গুরুতর আহত হয়েছেন।

 শনিবার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রূপন ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রসমাজের সভাপতি ও পৌরসভার চরনিখলা এলাকার মো. রহুল আমীন খানের ছেলে এবং আহত সুজনের বাড়ি জয়পুর গ্রামে। সে ওই গ্রামের জাহের উদ্দিনের ছেলে। এ ঘটনার পর ক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করলে ঘণ্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

নিহতের স্বজনরা জানায়, রূপন ও সুজন মোটরসাইকেলে সংসদের বিরোধীদলের নেতা রওশন এরশাদের সঙ্গে দেখা করার জন্য ময়মনসিংহ যাচ্ছিলেন। গাঁও রামগোপাল এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিকে থেকে আসা ময়মনসিংহ-সিলেটের ইউনাইটেড পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আরোহীরা মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই মারা যান ইফতখারুল আলম রূপন।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আক্তারুজ্জামান জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। লাশ থানা হেফাজতে রাখা হয়েছে।