Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪,

বান্দরবানে রাজ পুণ্যাহ মেলা শুরু

ডিসেম্বর ১৯, ২০১৪, ১০:১৫ এএম


বান্দরবানে রাজ পুণ্যাহ মেলা শুরু

  পার্বত্য জেলার ১৩৭তম রাজ পুণ্যাহ মেলা শুক্রবার থেকে শুরু হয়েছে। স্থানীয় রাজার মাঠে তিনদিন ব্যাপী এ মেলার আয়োজন করা হবে । পার্বত্য এলাকা বান্দরবানে প্রায় ১০৯টি মৌজার জুম খাজনা আদায়ের মহোৎসবটি রাজপুণ্যাহ হিসেবে পরিচিত ।

মঙ্গলবার সকালে বান্দরবান বোমাং রাজার নিজ কার্যালয়ে এক সাংবাদিক সন্মেলনে ১৭তম বোমাং রাজা উ চ প্রু এ ঘোষণা দেন। এ সময় রাজ পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বোমাং রাজা উ চ প্রু বলেন, ১৯ ডিসেম্বর থেকে তিনদিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। তবে চাহিদার বিপরীতে এ সময়কাল বাড়ানো যেতে পারে। থাকছে হরেক রকমের আয়োজন।

দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে গত বছর এ মেলার আয়োজন না হলেও আগামী ১৯ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর ৩ দিনব্যাপী রাজপুন্যাহর আয়োজন করা হবে।

উল্লেখ্য, মেলাকে ঘিরে জেলার ১১টি আদিবাসীর সম্প্রদায়ের ঐতিহ্যমণ্ডিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় । মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রকমারি দোকানের পসরা বসবে। এ সময় পাহাড়ি বাঙালিদের মিলন মেলা পরিণত হয়, দেশি- বিদেশি পর্যটকরা ভিড় জমায়।