Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

গণধর্ষণে গৃহবধূর মৃত্যু

ডিসেম্বর ১৯, ২০১৪, ১১:৩১ এএম


গণধর্ষণে গৃহবধূর মৃত্যু

    নওগাঁর ধামইরহাটে গণধর্ষণে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম বুলু। সে বুলু উপজেলার আড়ানগর ইউনিয়নের ব্রজবন গ্রামের হিরা পাহানের স্ত্রী। গতকাল ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

গ্রামবাসীরা জানান, উপজেলার আড়ানগর ইউনিয়নের ব্রজবন গ্রামের ভেদুয়ার পাহানের ছেলে হিরা পাহানের সাথে পৌর সদরের হাটনগর গ্রামের বন্ধনের মেয়ে বুলুর সাথে বিয়ে হয়।

গত বুধবার দুপুরে বুলু গরু-ছাগল নেয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে কিছু দূরে খাড়ির ধারে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা একই গ্রামের আজহারের ছেলে বাচ্চু, আবুল হোসেন, মোকলেছার রহমান ও খাদেমুল ইসলাম তাকে পালাক্রমে ধর্ষণ করে। বুলুর চিৎকারে তার ছেলে উজ্জ্বল ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় বাচ্চুকে ধরে ফেলে এবং অজ্ঞান অবস্থায় তাকে প্রথমে পত্নীতলা হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থা বেগতিক হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে তিনি মারা যান।

এ দিকে ধর্ষক বাচ্চুকে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাজাহান আলী কমলের হাতে তুলে দিলে তিনি তাকে ছেড়ে দেন।

এ বিষয়ে আড়ানগর ইউপির চেয়ারম্যান শাজাহান আলী কমলের মোবাইল ফোন নম্বর বারবার যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ থাকায় তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। বুলুর ভাই বিমল মুঠোফোনে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষণের ঘটনাকে বিষপানে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে একটি মহল। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।