Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

কুষ্টিয়ায় আওয়ামীলীগের দু’গ্রপের একই জায়গায় সভা করায় ১৪৪ধারা জারী

জানুয়ারি ৭, ২০১৫, ০৭:৩৫ এএম


কুষ্টিয়ায় আওয়ামীলীগের দু’গ্রপের একই জায়গায় সভা করায় ১৪৪ধারা জারী

   কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামীলীগের দু’গ্রুপের একই জায়গায় শোক সভা আহবান করায় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারী করেছেন।  বুধবার দুপুরে দৌলতপুর উপজেলার বৈরাগীর চর হাই স্কুল মাঠে পাল্লাপাল্টি শোক সভা আহবান করায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকা দেখা দেয়ায় স্থানীয় প্রশাসন উক্ত স্থানসহ আশপাশ এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষনা করেছে। দুপুর ১২টায় স্থানীয় উপজেলা প্রশাসন থেকে মাইকিং করে এ নিষেধাজ্ঞা জারী করা হয়।

মরিচা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আওলাদ হোসেনের মৃত্যুতে ১৫দিন আগে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে শোক সভার আয়োজন করে পোষ্টার লাগানো থেকে শুরু করে মাইকিং করতে থাকে। হঠাৎ বুধবার সকালে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আওয়ামীলীগ নেতা ওই একই জায়গায় শোক সভার ঘোষণা দেন।  আওয়ামীলীগের দু’গ্রু একই স্থানে পাল্টাপাল্টি শোক সভার আহবান করায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকা দেখা দেয়ায় বুধবার দুপুর ১২টায় স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ধারা জারী করেছে।  ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমুল ইসলাম পাভেল এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ১৪৪ধারা জারী করা হয়নি। তবে উভয় পক্ষকে সভা না করার জন্য অনুরোধ করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথা স্বীকার করেছেন।